খেলা

ব্যাটিং নিয়ে চিন্তিত নই, সাদা বলে লড়াই হবে: সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২২- তিন সফরেই টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সেইন্ট লুসিয়ায় সিরিজের শেষ ম্যাচে হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

তবু দলের ব্যাটিং নিয়ে চিন্তিত নন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। যেহেতু ডিসেম্বরের আগে আর টেস্ট সিরিজ নেই, তাই ঘুরে দাঁড়াতে পারবে দল- এমনটাই বিশ্বাস অধিনায়কের। দলের কাছে তার চাওয়া মূলত মানসিক দৃঢ়তা।

সোমবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব বলেছেন, ‘আমরা আগে থেকেই জানতাম টেস্ট সিরিজটি কঠিন হবে। লম্বা সময় পর আমরা ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবো। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমি ব্যাটিং নিয়ে চিন্তিত নই। মানসিকভাবে আমাদের দৃঢ় হতে হবে।’

সাকিবের ভাষ্য, ‘গত ৩-৪ বছরে আমরা এই বিভাগে (পেস বোলিং) সবচেয়ে বেশি উন্নতি করেছি। ম্যাচ জিততে হলে আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে। সাদা বলে আমরা লড়াকু দল এবং আমরা নিশ্চিত সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে।’

Related Articles

Leave a Reply

Back to top button