ক্রীড়াঙ্গন

বোলিংয়ে সেরা দশে সাকিব

আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। অবস্থান করছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় এটিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তবে অলরাউন্ড তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। অন্যদিকে ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে জায়গা হয়েছে পাকিস্তানের তিন ব্যাটারের।

বাংলাদেশি পেসারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ, তিনি উঠে এসেছেন ৩৮ নম্বরে। এ ছাড়া নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটাররা আগের অবস্থানেই আছেন। মেহেদী হাসান মিরাজ আগের মতোই ১৮ নম্বরে। সেরা ২০-এ জায়গা টিকিয়ে রেখেছেন আইপিএলে বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমানও। ২০ নম্বরেই আছেন তিনি। এ ছাড়া তাইজুল ইসলাম আছেন ৫০ নম্বরে। সেরা ১০০তে নেই আর কোনো বাংলাদেশি বোলার।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম। সেরা ২০-এ আছেন তামিম ইকবালও। সাকিব আল হাসান ২৬ ও ৩৪তম স্থানে জায়গা ধরে রেখেছেন লিটন দাস।

এদিকে, আইসিসি শীর্ষ ব্যাটারদের তালিকায় সেরা পাঁচজনের তিনজনই পাকিস্তানি। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর আজমকে তাড়া করছেন সবশেষ তিন ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি হাঁকানো ফখর জামান। এক লাফে আট ধাপ এগিয়ে ফখরের অবস্থান এখন দুই নম্বরে। তালিকায় পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক।

Related Articles

Leave a Reply

Back to top button