জাতীয়

বোরকা পরে নৌকায় সীমান্ত পেড়িয়ে ভারত যাচ্ছিলেন শাহেদ

স্থানীয় দালালদের ডিঙ্গি নৌকা দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন করোনা পরীক্ষা জালিয়াতির  মূল হোতা শাহেদ। বোরকা পরিহিত  অবস্থায় ছিলেন তিনি। আর কিছুক্ষণ দেরি হলে তাকে আর পাওয়া যেতো না।

শাহেদকে গ্রেফতারের পর বুধবার (১৫ জুলাই) সকালে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন এসব তথ্য জানান।

এদিকে শাহেদকে বুধবার সকাল ৯টার দিকে হেলিকপ্টারে ঢাকায় আনার পর র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সাংবাদিকদের বলেন, ‘শাহেদ ঘনঘন তার অবস্থান পরিবর্তন করায় আমরা তার কাছে গিয়েও ধরতে পারছিলাম না। গতরাতে তিনি সাতক্ষীরা সীমান্ত থেকে দেবহাটা থানার কমলপুর গ্রামের ইছামতি খালের পাশে ভারতীয় সীমানায় অবস্থান করছিল। কারণ, নদীর যে সীমানা সেখানে কাটাতারের বেড়া খুবই দুর্বল হয়। এতে তার দেশত্যাগ সহজ ছিল।’

কর্নেল তোফায়েল বলেন, ‘সে ওই সীমান্ত পার হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিল। মঙ্গলবার রাত থেকেই সেখানে সে অবস্থান নেয়। ভোরে তার সীমান্ত ত্যাগ করার কথা ছিল। কিন্তু আমাদের গোয়েন্দা দল, র‍্যাব-৬ তাদের সহযোগিতায় আগে থেকে ওঁৎ পেতে ছিল। বেশ কয়েকবারই যখন সে নিজের পরিকল্পনা পরিবর্তন করছিল, তাই র‍্যাব বেশি সতর্ক ছিল।’

তিনি বলেন, ‘শাহেদের সঙ্গে স্থানীয় দালালরা ছিল। যারা সীমান্ত পারাপারা করে। এমন কিছু দালালের নামও আমরা পেয়েছি, তাদের ধরতে কাজ করছি। বাচ্চু দালাল নামে একজন দালাল মাঝি ছিল। আরও দু-একজন তাকে নৌকায় পার হতে সাহায্য করছিল। আমরা তাদের নাম বলছি না, তারা আমাদের নেটওয়ার্কে রয়েছে। তাদেরকেও চেষ্টা করছি ধরে ফেলার।’

Related Articles

Leave a Reply

Back to top button