আন্তর্জাতিক

বোনকে বাঁচিয়ে রাজকীয় সন্মাননা পাচ্ছেন তরুণী

দৈত্যাকার এক কুমিরের সঙ্গে লড়াই করে নিজের বোনকে বাঁচানোর জন্য এক ব্রিটিশ তরুণীতে রাজকীয় সন্মাননা দিচ্ছে বৃটিশ রাজা তৃতীয় চার্লস। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ৩১ বছর বয়সী তরুণী জর্জিয়া লোরি ২০২১ সালে তার জমজ বোন মেলিসা লোরির সঙ্গে মেক্সিকোতে ঘুরতে গিয়েছিলেন। সে সময় তার বোন মেলিসাকে আক্রমণ করেছিল ৮০ কেজির একটি কুমির। তখন নিজের জীবনের পরোয়া না করে ওই কুমিরটিকে ঘুষি মেরে নিজের বোনকে বাঁচিয়েছিলেন তিনি।
আর ওই বীরত্বের জন্য তাকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ‘বেসামরিক বীরত্ব’ ক্যাটগরিতে সম্মাননা জানাতে যাচ্ছেন।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেলিসা ও জর্জিয়া মেক্সিকোর পুয়ের্তো এসকোনদিদোর একটি অগভীর হ্রদে সাঁতার কাটছিলেন। তখন মেলিসাকে একটি কুমির টেনে পানির নিচে নিয়ে যায়। তখন জর্জিয়া হঠাৎ করে দেখতে পান তার বোন অজ্ঞান অবস্থায় এবং উল্টো হয়ে পানিতে ভেসে আছে।
এরপর তিনি দ্রুত সেখানে গিয়ে তার বোনকে নৌকায় উঠানোর চেস্টা করেন। তখন কুমিরটি আবারও আক্রমণ করে বসে। ঠিক তখন জর্জিয়া কুমিরটিকে মাথায় একাধিক ঘুষি মারেন এবং তার বোনকে নৌকায় তুলতে সমর্থ হন।
কুমিরের হামলায় মেলিসা এতটাই আহত হয়েছিলেন যে তিনি কোমায় চলে যান। তবে শেষ পর্যন্ত তিনি বেঁচে যান।
মেলিসার কব্জিতে বড় ক্ষত হয়। তার পেটে কামড়ের বড় বড় দাগের সৃষ্টি হয়। এছাড়া তার পা ও পায়ের পাতাও ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে কুমিরটি জর্জিয়ার হাতে কামড় দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button