জেলার খবর

বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা।

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত ৪ পরিবারকে ৫ লক্ষ টাকা করে ২০ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।
গেলো শুক্রবার রাতে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটি প্রধান জানান, ঘটনার শিকার হিন্দু মুসলিম সকল জনগোষ্টিী ও প্রত্যর্ক্ষদর্শীর সাক্ষাতকার, বিভিন্ন ভিডিও ফুটেজ এবং এ সংক্রান্ত বিভিন্ন গনমাধ্যমের রিপোর্ট সব কিছু পর্যালোচনা করেই তদন্ত রির্পোট প্রস্তুত করা হয়।
প্রতিবেদনে কী আছে- জানতে চাইলে তিনি বলতে রাজি হননি। তিনি জানান, বলার ক্ষেত্রে ‘উচ্চ আদালতের বাধ্যবাধকতা’ রয়েছে।
একই ঘটনায় পুলিশও আরেকটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান হলেন বাহিনীর বরিশাল রেঞ্জের ডিআইজি। এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল । সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে এই টাকা তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button