জাতীয়

বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: শাহদীন মালিক

পুলিশের মহাপদির্শক ( সাবেক আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আর এটার সুষ্ঠু তদন্ত হলে সমাজে দৃষ্টান্ত ও সতর্কবার্তা যাবে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ”বেনজীরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সুষ্ঠু তদন্ত হলে সমাজে দৃষ্টান্ত ও সতর্কবার্তা যাবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সীমাহীন সম্পদ তিনি অর্জন করেছেন। এটার সুষ্ঠু অনুসন্ধান হয়ে গুরুতর ব্যবস্থা হওয়া দরকার। আর এটা হলে তিনি যেহেতু সর্বোচ্চ পদে ছিলেন, তার বিরুদ্ধে আইন তার কাজ করে, আইন আইনের গতিতে যদি চলতে দেয়া হয়; তাহলে এটা নিঃসন্দহে সবার জন্য একটা সতর্ক বাণী হবে। আর নাগরিক হিসেবে দুদকে অভিযোগ দিতেই পারেন ব্যারিস্টার সুমন। কোনো একটা অপরাধ হয়েছে; এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে কোনো নাগরিক অভিযোগ করতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হবে, অভিযোগটা কতটা বাস্তব ও প্রমাণভিত্তিক সেটার অনুসন্ধান করা।”

এদিকে সোমবার (২২ এপ্রিল) বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Related Articles

Leave a Reply

Back to top button