বিনোদুনিয়া

বেজিকাণ্ডে গ্রেপ্তার শ্রাবন্তীর গাড়িচালক

একটি বেজিশাবকের গলায় রয়েছে মোটা বেল্ট। আর সেই বেল্টটিতে আটকানো আছে ভারী একটি শিকল। আর বন্দি সেই বেজিশাবকের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে ছবি তুলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ১৫ জানুয়ারি সামাজিক মাধ্যমে এই ছবিটি পোস্ট করে আইনের মুখোমুখি হতে হয় নায়িকাকে। ক্যাপশনে লিখেছেন ‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’

তারপর থেকেই প্রাণী প্রেমীদের তোপের মুখে পড়েন শ্রাবন্তী। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে বলা হয় অভিনেত্রীকে।

এরপর লাগাতার শ্রাবন্তীকে বন দপ্তরের কর্মকর্তারা জেরা করতে থাকেন। আর সেই জেরার পরই আটক হয় ভরত হাতি নামে এক গাড়িচালক। শ্রাবন্তী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, গাড়িচালক ওই সংস্থায় কর্মরত।

বুধবার (৯ মার্চ) ওই গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করে জানা যায় নিজের বাড়িতেই বেজিটি বহুদিন ধরে পোষ্য হিসেবে রেখেছিলেন। শুটিংয়ের জন্য তাকে সেটে নিয়ে এসেছিলেন।

পরবর্তীতে দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে ভরত হাতির বাড়ি থেকে শিকল লাগানো সেই বেজিটিকে উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button