রাজনীতি

বেগম জিয়ার মুক্তি নিয়ে কাদের সাহেবের সাথে কথা হয়নি : ফখরুল

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল কিংবা তাঁর মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপের বিষয়টি অস্বীকার করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তো কোনও প্যারোল নিয়ে কথা বলিনি। আমাদের দল থেকে আজ পর্যন্ত বলেছি কি? তো এটা নিয়ে কথা বলা কতটা সঠিক হয়েছে সেটা ওবায়দুল কাদের বিবেচনা করবেন।’

​বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন সম্পূর্ণ তাঁর পরিবারের ব্যাপার। এ সিদ্ধান্ত বেগম জিয়া নিজে কিংবা তার পরিবারের সদস্যরাই নেবেন।’

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বয়ক ড.কাজী মনিরুজ্জামান মনিরসহ তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button