জাতীয়

বেইলি রোডে আগুন: ছাড়পত্র পেলেন আরও দুইজন

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তিকৃত দুইজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থারও উন্নতি হয়েছে।

চিকিৎসকরা জানান, যেই তিনজন চিকিৎসাধীন তাদের শ্বাসকষ্ট ছাড়া তেমন কোনো জটিলতা দেখা দিচ্ছে। এখন শুধুমাত্র অক্সিজেন দিয়ে এটি নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে তাদেরকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মারা যান ৪৬ জন। এদের মধ্যে ৪৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button