জাতীয়

বৃষ্টিসহ শৈত্যপ্রবাহের আভাস

তীব্র ঠান্ডায় কাঁপছে পুরো দেশ। এর মাঝে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (৮ জানুয়ারি) সপ্তাহব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে; বিশেষ করে কিশোরগঞ্জ, ফেনি, কুমিল্লা, ব্রাম্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ আবারও শৈত্যপ্রবাহের কথা জানিয়ে তিনি বলেন, জানুয়ারি মাসের ১৫, ১৬, ১৭ তারিখে আবার বাংলাদেশের ওপর দিয়ে; বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোয় খুব সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ সপ্তাহে গড় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button