খেলা

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ

রাওয়ালপিন্ডিতে আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টস হয়নি এখনও।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল যে, এই সপ্তাহ থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে শহরের তাপমাত্রা দিনের বেলা ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। আর রাতের বেলা তা ১১-১৪ ডিগ্রিতে নেমে আসছিল। তবে আজ সকালে আবহাওয়া আরও ঠান্ডা হয়ে গেছে।
এদিকে, আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে সেদিনও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যদিও পাকিস্তান ও বাংলাদেশ এরই মধ্যে নিজেদের দুটি ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালে তাদের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। এ অবস্থায় দুই দলের জন্য তৃতীয় ম্যাচটি স্রেফ নিয়ম রক্ষার।

Related Articles

Leave a Reply

Back to top button