খেলা

বৃষ্টির কারণে আইপিএলের ফাইনাল শুরুতে বিলম্ব

বৃষ্টির কারণে থেমে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের খেলা ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা নির্ধারনী ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু করা যায়নি।

এ ম্যাচের মধ্য দিয়ে আইপিএলের ১৬তম আসরের পর্দা নামবে। শিরোপা নির্ধারনী ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে সুযোগ চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরের তোলার। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চাইবে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হতে।

আইপিএলের গত আসরে একই ভেন্যুতেই রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট। এবার ভেন্যু একই থাকলেও প্রতিপক্ষ হিসেবে পান্ডিয়া পাচ্ছেন ভারতের তারকা ব্যাটার ধোনির দলকে।

Related Articles

Leave a Reply

Back to top button