ক্রীড়াঙ্গন
বৃষ্টির কাছেই হার মানতে হলো বাংলাদেশ নারী ক্রিকেটারদের

শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের। এশিয়া কাপে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। ম্যাচটি মাঠে না গড়ায় নিজ দেশের মাটিতে আয়োজিত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
বৃষ্টির কারনে মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচটির টস পর্যন্ত মাঠে গড়াতে পারেনি। তাতে ৫ ম্যাচে ২ জয় পাওয়া বাংলাদেশকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড। আর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে।
আজ যদি বাংলাদেশ জয় পেত তবে তাদের পয়েন্ট দাঁড়াত থাইল্যান্ডের সমান। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলত বাংলাদেশই।
৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ।