ক্রীড়াঙ্গন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ, মাঠে গড়ানোর আগেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল।
ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর যে কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুর হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচটি।