জাতীয়

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে দেখা মিলেছে বৃষ্টির। রোববার (৫ মে) থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সোমবার রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে প্রাকৃতিক পরিবেশে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানেরও উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৬০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। পাকিস্তানের লাহোরের বায়ুর স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ স্কোর ১১৭ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমাসহ এ ধরনের জটিলতা রয়েছে তাদের জন্য অস্বাস্থ্যকর।

Related Articles

Leave a Reply

Back to top button