বিনোদুনিয়া
বুলগেরিয়ায় চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে যুবরাজের ‘আদিম’

গণঅর্থায়নে নির্মিত যুবরাজ শামীমের ‘আদিম’ সিনেমা ইতোমধ্যে বিশ্বের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে। এবার আরও একটি সুখবর দিলেন এই ছবির নির্মাতা।
নির্মাতা জানান, ‘বুলগেরিয়ার সমুদ্র তীরবর্তী শহর ভার্না শহরে অনুষ্ঠিতব্য ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলি’র ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে।’ উৎসবটি শুরু হবে আগস্টের ২৫ তারিখ।
বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবটি আসছে আগস্টের ২৫ তারিখ শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর। যুবরাজ জানান, উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি উৎসবটিতে উপস্থিত থাকবো।
এর আগে একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ‘আদিম’। এর মধ্যে অন্যতম, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে দুটি পুরস্কার জিতেছে সিনেমাটি— স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে সেরা সিনেমার পুরস্কার। সবশেষ গত বছর ডিসেম্বরে নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১০ম আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে সিনেমাটি।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। চলতি মাসের ১২ তারিখে সিনেমাটি মুক্তি দেয়ার চিন্তাও করেছিলেন নির্মাতা। তবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন।
যুবরাজ শামীম বলেন, ‘সিনেমা মুক্তির জন্যে প্রচার-প্রচারণসহ আনুষঙ্গিক যে কাজগুলো, তা এখনও সেরে উঠতে পারেনি। তবে আশা করছি এই মাসের মধ্যে আমরা মুক্তির তারিখ ঘোষণা করতে পারব।’



