বিনোদন

বুবলী কে, তাকে চেনেন না অপু বিশ্বাস!

অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে অনলাইন জগতে নানা আলোচনার কথা সবার জানা।

তবে সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। শুধু সমালোচনাই নয়, বুবলীর পক্ষ নিয়ে রীতিমতো অপুকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’সহ আরও নানান নামে সম্বোধন করেন তিনি। এবার সেই মন্তব্যের করা জবাব দিলেন অপু।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বাক্যে অপু বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।

সেসঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলতের ইচ্ছুক নন জানিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।’

এদিকে প্রিয় তারকাকে নিয়ে যা খুশি বলায় মিমির ওপর নাখোশ অপুর ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন।

তবে বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা।

Related Articles

Leave a Reply

Back to top button