সাহিত্য ও বিনোদন

বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হবেন আলাউদ্দিন আলী

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে। এর আগে দু’দফায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

গীতিকার কবির বকুল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১০ আগস্ট) বাদ জোহর ঢাকার খিলগাঁওয়ের মূর-ই বাগ জামে মসজিদে আলাউদ্দিন আলী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এফডিসি থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর সেখানে তাকে দাফন করা হবে।

সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী রোববার (০৯ আগস্ট) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেল ৫টা ৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে শনিবার (০৮ আগস্ট) হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল

Related Articles

Leave a Reply

Back to top button