জাতীয়

বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী রাখী দাশ পুরকায়স্থ ভারতের গৌহাটির অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । আজ সোমবার (৬ এপ্রিল) ভারতীয় সময় আজ বিকেল ৫টা ৫৫ মিনিটে সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত তিন মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আজীবন সংগামী। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

তিনি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্যের সহধর্মিনী। পারিবারিকভাবে তাকে দেশে আনার চেষ্টা চলছে।

এদিকে, কিডনী বিকল হয়ে ইন্তেকাল করেছেন মৌলভীবাজার সংরক্ষিত আসনের প্রাক্তন এমপি হোসনে আরা ওয়াহিদ।

Related Articles

Leave a Reply

Back to top button