সাহিত্য ও বিনোদন

বিয়ে করলেন চিত্রনায়িকা পরীমনি

চলচ্চিত্রের সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী কামরুজ্জামন রনিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা পরীমনি।   তিনি।  সাংবাদিকদের বলেন, হুটহাট করে বিয়েটা হয়ে গেছে।  এ কারণে কাউকে বলা হয়নি।

গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এর আগে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়েছিল। কিন্ত কিছুদিনের মধ্যে তা ভেঙে যায়। আবার হঠাৎ করেই পাওয়া যায় তার বিয়ের খবর।

পরীমনি বলেন, সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গেছে।  কাউকে জানানোর সুযোগ হয়নি।

এখন ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি।  রনিও এখানে।  সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, হৃদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি।  ওই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি।  আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয়। সেই পরিচয়-ই অবশেষে বিয়েতে গড়াল।

Related Articles

Leave a Reply

Back to top button