সাহিত্য ও বিনোদন

বিয়ের পিড়িঁতে নিশিতা

পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে পরিণয়। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে প্রেমিক দীপঙ্কর বড়ুয়ার বাহুডোরে বাঁধা পড়লেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া।

বুধবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে দীপঙ্করের সঙ্গে নিশিতার মালাবদল হয়।

এর আগে গেল সোমবার রাতে রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয়া গায়ে হলুদ হয়। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ছিলেন কণ্ঠশিল্পী সাব্বির জামান, মুহিন খান, কিশোর দাস, প্রতীক হাসান ও লিজাসহ অনেকে।

বিয়ে নিয়ে নিশিতা গণমাধ্যমকে বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ের সিদ্ধান্ত। সোমবার আমার গায়ে হলুদ হয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চাইছি।’

নিশিতার বর দীপঙ্কর পেশায় একজন ব্যাংকার। দুজনেরই বাড়ি চট্টগ্রামে। বিয়ের পর্ব শেষ। এখন তারা চট্টগ্রামে যাবেন। করোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে সীমিত পরিসরে।

‘ক্লোজআপ ওয়ান ২০০৬’ এর দ্বিতীয় রানারআপ নিশিতা ‘রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০০৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’ প্রকাশিত হয়। চলচ্চিত্র ছাড়াও বিজ্ঞাপনেরও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button