অন্যান্য খবর

বিয়ের আসরে বরকে কষে চড় দিলেন কনে

বিয়ের আসরে নতুন জীবনের স্বপ্নে বিভোর বরের গালে কষে চড় দিয়েছেন কনে। ভারতে উত্তরপ্রদেশের হামিরপুরে, বিয়ের আসরে মালাবদলের সময় হঠাৎ বরের গালে কষে চড় মেরে বিয়ের আসর ছেড়ে চলে গেছেন এক তরুণী।

বরকে চড় মারার এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

১৩ সেকেন্ডের সেই ভিডিও ফুটেজটিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে অলংকার ও লেহেঙ্গা পরা কনেকে মালা পরাতে যাচ্ছেন হবু বর। এ সময় বিয়ে বাড়ির সকলে গানে তালে নাচছেন।
বর যখনই কনের গলায় মালা পরাতে গেলেন, ঠিক তখনই সপাটে হবু বরের গালে একটি নয় পর পর দুটি চড় মেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কনে।

তাৎক্ষণিকভাবে কনের চটে যাওয়ার কারণ না জানা যায়নি। খবর: এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Back to top button