জাতীয়

বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর ভবনের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মগবাজারের ওয়ারলেস গেটের বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ।

মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

ডিউটি অফিসার বলেন, ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে মরদেহটি ভবনের কেয়ারটেকার হারুন অর রশিদের (৭০)।

এর আগে বিস্ফোরণে সাত জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ‘সংশ্লিষ্টদের অবহেলা’কে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button