জাতীয়

বিস্ফোরণের পুনরাবৃত্তি মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ : মানবাধিকার কমিশন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনা মানবাধিকারের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।
এতে বলা হয়, এর আগেও সীতাকুণ্ডে, ঢাকার মগবাজারে কয়েকটি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার ধরণ প্রায় একই। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি মানুষের জীবনের অধিকারের জন্য হুমকিস্বরূপ।
আরও বলা হয়, এই ঘটনাসমূহের উৎপত্তি যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। একইভাবে সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষও এগুলোর দায়ভার এড়াতে পারে না। অবিলম্বে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে কার্যকর ব্যবস্থা অতি জরুরি।

Related Articles

Leave a Reply

Back to top button