ক্রীড়াঙ্গন
বিসিবির নতুন কোচ নাথান

নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদদের জন্য স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বিসিবি। শান্ত-তাসকিনদের সঙ্গে আগামী ১৫ জুলাই থেকে কাজ শুরু করবেন নতুন এই কোচ।
সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে নাথানের সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে এর আগেও কাজ করেছেন নাথান। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এ দুজন মিলে কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। ক্রিকেট ছাড়াও এর আগে নাথান কাজ করেছেন পেশাদার রাগবিতে।
নাথান এর আগে কাজ করেছেন এনএসডব্লিউ প্যাথওয়েস, এনএসডব্লিউ ব্লুস ও বিগ ব্যাশের সিডনি সিক্সার্সের নারী দলের সঙ্গে। এদিকে কদিন আগেই জাতীয় দলের নতুন ব্যাটিং ও পেস বোলিং কোচও নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও অ্যান্ড্রি অ্যাডামসকে দায়িত্ব দেয়া হয়েছে পেস বোলিং কোচ হিসেবে।