অন্য খবর

বিসিবির কার্যালয়ের সামনে হঠাৎ বিক্ষোভ

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎ স্লোগান।আজ দুপুর বারোটার দিকে শখানেক বিক্ষোভকারী,গতকাল পদত্যাগ করা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন ।

‘ আসিফের দালালেরা হূশিয়ার সাবধান ,দালালী আর করিস না পিঠের চামড়া থাকবেনা,’ ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ – ধরনের স্লোগান দিতে থাকেন তারা।এ সময় বিসিবি কার্যালয়ের সামনে যানচলাচল বন্ধ হয়ে যায়।

কোন ধরনের ব্যানার ছাড়াই তারা মিছিল করেন।কেন তারা বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন,এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দূর্নীতি আমরা মানি না। তাঁরা কারা জানতে চাইলে স্থানীয় সাধারণ জনগণ বলে দাবি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button