
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের হুমকি
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনা ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ) এর বিরুদ্ধে চীনের পক্ষ অবলম্বনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সংস্থাটিকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
চীনের সঙ্গে সব ধরনের বিমান চলাচল পুরোপুর বন্ধ রাখতে ট্রাম্পের নির্দেশনার কড়া সমালোচনা করেছিল ডব্লিউএইচও। এরপরই সংস্থাটির বিরুক্ষে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়ে ডব্লিউএইচও আবারও প্রমাণ করলো, চীনের প্রতি তাদের দরদ একটি বেশিই। চীনের পক্ষাবলম্বনের বিষয়টিও তাতে করে পরিষ্কার হলো।’
একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ানক বিপদ বিলম্বে ঘোষণা করেছেন বলেও অভিযোগ ট্রাম্পের।
অথচ করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারিকে শুরুতে ট্রাম্প নিজেই পাত্তা দেননি। এমনকি বিষয়টিকে তিনি ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
করোনা ভাইরাসে বিশ্বে এখন সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১২ হাজার ৮৫৭ জন।

