
আন্তর্জাতিক
বিশ্বে স্বাভাবিক জীবন আর নাও ফিরতে পারে : ডা. অ্যান্থনি ফসি
বিশ্বে আমরা পূর্বের স্বাভাবিক জীবন আর ফিরে নাও পেতে পারি বলে আশঙ্কা করছেন শীর্ষ মার্কিন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি।
ডা. অ্যান্থনি ফসি হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘করোনা ভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল, সেটা হয়তো আমরা আর নাও ফিরে পেতে পারি। স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা কবে সম্ভব তা জানি না। তবে একমাত্র ভ্যাকসিন আসার পরই এর সমাধান হতে পারে। কিন্তু ভ্যাকসিন আসতেও অনেক সময়ের দরকার হয়।’
মার্কিন এই বিজ্ঞানী বলেন, ‘দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো পূর্বের স্বাভাবিক জীবন ফিরে পাব না।’
ডা. ফসি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।

