বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ ‘পোভেগ্লিয়া’

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ যেকোনো দ্বীপ দেখতে খুব সুন্দর হয়। তবে পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যা সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ, যার নাম ‘পোভেগ্লিয়া’। কেননা কথিত আছে এই দ্বীপে যারা গেছেন তারা আর কখনো ফিরে আসেননি।
আজকের শুক্রুবারের বিশেষে জানাবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ ‘পোভেগ্লিয়া’র বিষয়ে।
পোভেগ্লিয়া দ্বীপটি ভেনিস উপসাগরে অবস্থিত। যা ভেনিস শহর এবং ইতালির লিডার মধ্যে অবস্থিত।

দ্বীপটির আশ্চর্য বিষয় হলো, যারা এখানে গেছেন আর কখনো ফিরে আসেনি। তাই দেশটির সরকার এখানে যাওয়া নিষিদ্ধ করেছে। এই দ্বীপের ভয়াবহতার পেছনে রয়েছে আরো অনেক রহস্য।
৫৪ বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের ‘সবচেয়ে ভয়ংকর’ দ্বীপ। ১৯৩০ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল। কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরপর দ্বীপ নিয়ে নানান কথা বেরিয়ে আসতে থাকে, তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কথিত আছে, বহু বছর আগে ইতালিতে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, যা মহামারীর আকার ধারণ করে। তখন এই মহামারীর কোনও প্রতিষেধক ছিলনা। ইতালি সরকার এ নিয়ে গভীর চিন্তায় পড়ে। এরপর সরকার এই দ্বীপে ১ লাখ ৬০ হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে দেয়। আসলে এই রোগে যারা আক্রান্ত হয়েছিল, তাদের থেকে অন্যরাও আক্রান্ত হচ্ছিল, তাই জনবহুল এলাকা থেকে এই দ্বীপে নিয়ে গিয়ে আক্রান্তদের পুড়িয়ে মারা হয়।

সেই সময় থেকে আজ অব্দি এখানকার স্থানীয় মানুষরা এই দ্বীপটিকে অভিশপ্ত বলে মনে করে এবং কেউ ভুলেও পা রাখতে চান না। সেই থেকে দ্বীপটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কথিত আছে, দগ্ধ মানুষের আত্মা এখনো এখানে বিচরণ করে।

অনেকে দাবী করেছেন যে, তারা এই দ্বীপ থেকে অদ্ভুত শব্দ ধরনের শুনতে পেয়েছেন।
গত ৫৪ বছর ধরে, পোভেগ্লিয়া দ্বীপ এবং এখানে উপস্থিত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখানকার ভবনগুলো ক্ষয়িষ্ণু ও পচে গেছে। ২০১৫ সালে, দ্বীপটি পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল।

পোভেগ্লিয়া দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের কথা বলা হয়েছিল। বলা হয়েছিল যে ব্যবসায়ী লুইজি ব্রুগনারো এই জায়গাটির উন্নয়নে আগ্রহী। কিন্তু তারপর চুক্তি অসম্পূর্ণ থেকে যায়। পোভেগ্লিয়া দ্বীপ এখনও নির্জন এবং ভীতিকর।


