অর্থ বাণিজ্য

বিশ্বব্যাংকের সাথে ২০কোটি ডলারের চুক্তি

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা ও বিশুদ্ধ পানি পেতে সহায়তার জন্য বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের গ্রামাঞ্চলের ৩৬ লাখ মানুষকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা এবং প্রায় ছয় লাখ মানুষকে বিশুদ্ধ পানি পেতে সহায়তায় এ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ।

এর আওতায় রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএই) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্পটি দেশের সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহের ৭৮টি উপজেলার গ্রামাঞ্চলের পানি ও স্যানিটেশন সেবা উন্নয়নে সহায়তা দেবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পটি অধিকতর স্বাস্থ্যসম্মত মডেল তৈরি, নিরাপদ স্যানিটেশনের জন্য মাটিতে গর্ত খুড়ে ল্যাট্রিন নির্মাণ এবং বড় ও ছোট নল দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহে সহায়তা দেবে। প্রকল্পটিতে পানি ও স্যানিটেশন সুবিধার জন্য বাসা-বাড়ি ও উদ্যোক্তা উভয়ের জন্য মাইক্রোক্রেডিটের ব্যবস্থা রাখা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button