ক্রীড়াঙ্গন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার জয়

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে কোপাজয়ী আর্জেন্টিনা।। যদিও দলের সঙ্গে লিওনেল মেসি এবং ডাগআউটে কোচ লিওনেল স্ক্যালোনি ছিলেন না।

ম্যাচ শুরুর নবম মিনিটেই দারুণ গোলে দলকে এগিয়ে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঝ মাঠ থেকে একাই বল টেনে নিয়ে জালে ফেলেন এই খেলোয়ার।

২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর বেশ জোড় দিয়েই খেলতে থাকেন চিলি। তবে ম্যাচটির দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। আর তাই জয়ের সাফল্য আর্জেন্টিার হাতেই থাকে।

বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে কাতার যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।

Related Articles

Leave a Reply

Back to top button