ক্রীড়াঙ্গন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

অনুশীলনে বাম উরুতে চোট পেয়ে বিশ্ব কাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অর বিজয়ী ফ্রান্সের করিম বেনজেমা। বেনজেমার চোটে দেশটির বিশ্বকাপ স্বপ্নও এখন বড় বিপর্যয়ের মুখে।

রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী এই তারকা এ মৌসুমে বেশ কয়েকবারই ইনজুরিতে পড়েছেন।

বিশ্বকাপের আগে রিয়ালের শেষ ৬টি ম্যাচে আধাঘন্টাও খেলতে পারেননি বেনজেমা।

গতকাল শনিবার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেন। কাতারি চ্যাম্পিয়ন আল সাদের হোম গ্রাউন্ডের সেশনে ইনজুরিতে পড়লে পুরোটা শেষ করতে পারেননি। পরবর্তীতে ইনজুরির মাত্রা নির্ণয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) পরবর্তীতে এক বিবৃতিতে বলেছেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। আর একারণেই বিশ্বকাপে তার খেলার কোন সম্ভাবনাই নেই।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যমের বরাত দিয়ে এফএফএফ বিবৃবিতে বলেছে, ‘করিমের জন্য আমি সত্যিই অত্যন্ত দু:খিত। বিশ্বকাপ তার জন্য অনেক বড় একটি স্বপ্ন ছিল। নতুন এই দু:সংবাদ সত্তেও ফ্রান্সের বাকি দলের উপর আমার পূর্ন আস্থা আছে। আমাদের সামনে যে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সবাই মিলে তার মোকাবেলাই এখন মূল কাজ।’

বেনজেমার অনুপস্থিতিতে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ অলিভার গিরুদের উপর আক্রমনভাগের মূল দায়িত্ব এসে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button