ক্রীড়াঙ্গন

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে নির্বাচকদের বরখাস্ত করলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের জেরে ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের ছাঁটাই করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সাবেক পেসার চেতন শর্মাসহ পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং, আবেই কুরুভিলা ও দেভাশিষ মোহান্ত।

শনিবার (১৯ নভেম্বর) ভারতীয় বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে নতুন নির্বাচক কমিটির জন্য সদস্য আহ্বান করেছে বিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে।

২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button