ক্রীড়াঙ্গন

বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

বিশ্বকাপের চলতি আসরে টানা তিন ম্যাচে হারের পর অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে ফিরলো ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার (২১ অক্টোবর) লখনউতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে ৮২ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৭৫ বলে এক চার আর সমান ছক্কায় ৫৯ রান করেন লোগান ভেন বেক। এছাড়া ২৯ রান করেন কলিন একারমেন।

শ্রীলঙ্কার পক্ষে দিলশান মাদুশাঙ্কা ও কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট।

২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে ৮ বলে ৫ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পথুম নিসাঙ্কা।

তবে দলীয় ৫২ রানে ১৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন পথুম নিসাঙ্কা।

তবে দলীয় ১০৪ রানে ৫২ বলে ৫৪ রান করে আউট হন পথুম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালাঙ্কা। তাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন দলীয় ১৮১ রানের ৬৬ বলে ৪৪ রানে আউট হন চরিথ আসালাঙ্কা।

এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন সামাবিক্রমা। ৩৭ বলে ৩০ রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামাবিক্রমা। ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। এবং বিশ্বকাপে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা।

Related Articles

Leave a Reply

Back to top button