ক্রীড়াঙ্গন

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে জয়ের হাসি আর্জেন্টিনার

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারটাই সঙ্গী ব্রাজিলের। খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি এবং একটি লালকার্ড ব্রাজিলকে হারের দিকেই নিয়ে গেলো।
মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতাও ততক্ষণে শেষ। এরইমাঝে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে গেলেন ড্রেসিংরুমে। পরে জানা গেল মূল ঘটনা। ব্রাজিলের মারাকানায় উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা।
দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। ঝামেলা শেষে যখন খেলা শুরু। ততক্ষণে পেরিয়ে গিয়েছে পুরো আধঘন্টা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ম্যাচের লাইভ বিবরণীতে জানায়, ‘আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঝামেলার শুরু হয়। আর্জেন্টিনা দলের সদস্যরা এবং ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর মেসির সঙ্গে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান।
ম্যাচ শুরুর আগের এমন পরিস্থিতির ছাপ পড়েছে ম্যাচের উপরেও। ম্যাচের ১৫ মিনিট না গড়াতেই কড়া ট্যাকল করে কার্ড দেখেছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস এবং রাফিনহা। ৩৪ মিনিটে আবার কার্ড দেখেন ব্রাজিলের কার্লোস অগাস্টো। ম্যাচে ১২ টি ফাউল করেছে ব্রাজিল। বিপরীতে আর্জেন্টিনার ফাউলের সংখ্যা ৩।
পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।

Related Articles

Leave a Reply

Back to top button