খেলা

বিশ্বকাপের জন্য দল আর্জেন্টিনার দল ঘোষণা

চলতি মাসের ২০ তারিখ থেকে আর্জেন্টিনার মাটিতে বসতে যাচ্ছে যুব ফুটবল বিশ্বকাপের আসর। আর তাকে সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন আলবিসেলেস্তেতাদের কোচ হাভিয়ের মাশচেরানো।
এবারের যুব ফুটবল বিশ্বকাপের আসর শুরুতে আয়োজক ছিল ইন্দোনেশিয়া। তবে ইসরাইলের বিরোধীতা করে বিপাকে পড়ে দেশটি। পরে যুবাদের শ্রেষ্ঠত্বের আসরটি সরিয়ে আর্জেন্টিনাতে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এতে অবশ্য আর্জেন্টিনার যুবদের কপাল খুলেছে। কেননা আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের পার হতে পারেনি মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। কোয়ালিফাই না করেও আয়োজক দেশ হওয়ার সুবাদে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে ২০০৭ সালে যুব বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ঘরের মাঠে ভালো কিছু দেখাতে মুখিয়ে আছে। তবে আসন্ন টুর্নামেন্টে ৭ম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মোকাবেলা করতে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।
এদিকে ক্লাব থেকে অনুমতি না মেলায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তরুণ ফুটবলার আলসান্দ্রো গারনাচো ও নিকলাস পাজও। তবে দলে জায়গা পেয়েছেন বার্সার রোমান ভেইগা, ম্যানসিটির ম্যাক্সিমো পেরন, ইন্টার মিলানের ভ্যালেন্তিন কারবনি, জুভেন্টাসের ম্যাথিয়াস সোল ও ল্যাজিওর লুকা রোমেরোরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ দলের মধ্যে রয়েছে, ফরোয়ার্ড: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।

Related Articles

Leave a Reply

Back to top button