ক্রীড়াঙ্গন

বিশাল ব্যবধানে নেপালকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা

নেপালিদের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো পাকিস্তান।

মুলতান স্টেডিয়ামে, এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেল দলটি।

আজ বুধবার টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। এদিন অধিনায়ক বাবর আজম ও ইফতেখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৪২ রান করে পাকিস্তান।

দলের হয়ে ১৩১ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন বাবর আজম। ৭১ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। এছাড়া ৫০ বলে ৪৪ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

৩৪৩ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষপর্যন্ত ২৩.৪ ওভারে ১০৪ রানেই অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ ও ২৬ রান করে করেন সস্পাল কামি ও আরিফ শেখ।

নেপালের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন সোমপাল, এছাড়া আরিফের ব্যাটে ২৬ এবং গুলশান ঝা করেন ১৩ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে শাদাব খান ৬.৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ।

Related Articles

Leave a Reply

Back to top button