বিনোদুনিয়া
বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ

‘ভেস্টিবুলার হাইপোফাংশন’’ নামক এক বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি ইন্ডিয়া টুডে-তে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানান এ কথা ।
বরুণ জানান, ‘আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। অসুস্থতার নিয়েই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি।’
এই অভিনেতা জানান, ‘‘করোনা পরবর্তী সময়ে দর্শককে হলে ফেরাতে বাড়তি পরিশ্রম করতে হয়েছে। নিজের সিনেমা ‘যুগ যুগ জিও’র প্রচারণা চালাতে এতটাই পরিশ্রম করতে হয়েছে যে মনে হচ্ছিল যেন কোনও নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। সেই সময়ে নিজের ওপর বাড়তি চাপ দিয়ে ফেলেছি।
তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বলে জানান বরুণ।