বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুপম

আবারো বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও পরিচালক অনুপম রায়।
আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও সংগীতশিল্পী। বিয়ের বিষয়টি পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানিয়েছেন গায়ক নিজেই।
জানা গেছে, দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন বলে জানিয়েছেন তারা।
কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার মেয়ে প্রস্মিতা। পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়।
জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘বোঝে না সে বোঝে না’তে গান গেয়ে গানের জগতে সাড়া তোলেন প্রস্মিতা। ছবিতে প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।
এছাড়াও প্রস্মিতার গাওয়া ‘হতে পারে না’, ‘আসো না’, ‘পারবো না’ এই গানগুলো বেশ জনপ্রিয়।
কোয়েল-পরমব্রত অভিনীত ‘হাইওয়ে’ সিনেমায় প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।
এর আগে, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, পিয়া আবার বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।