রাজকূট

বিমানে বরিশালে গেলেন মির্জা ফখরুল

বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় সমাবেশে যোগ দিতে একদিন আগেই বরিশাল পৌঁছেছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে বেসরকারি একটি বিমানে মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় তিন নেতা বরিশালে আসেন। এ সময় তাদের বরণ করতে মহানগর ছাত্রদ‌ল সভাপ‌তি রেজাউল ক‌রিমের নেতৃত্বে বিশাল শোডাউন হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণসমাবেশের আপ্যায়ন উপ-কমিটির প্রধান মেজবাহ উদ্দিন ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।

এর আগে থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সভাপতিত্ব করবেন। নগীরর বঙ্গবন্ধু উদ্যান আয়োজিত এই গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Related Articles

Leave a Reply

Back to top button