বিনোদুনিয়া
বিমানবন্দরে আটক শাহরুখ খান!

বলিউড বাদশা শাহরুখ খানকে এবার ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফেরার পথে কে মুম্বাই বিমানবন্দরে আটক করে ভারতের শুল্ক দফতর। খবর: আনন্দবাজার
জানা গেছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। গত শনিবার (১১ নভেম্বর) ব্যক্তিগত বিমানে সেখান থেকেই ফিরছিলেন তিনি। এ সময় তার কাছে ছিল ১৮ লাখ রুপির ঘড়ির খাপ। বহু মূল্যবান সামগ্রী থাকার কারণেই শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয়। পরবর্তী সময়ে ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর তাদের ছাড়া হয়।
বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম অনুযায়ী যা যা করতে হতো, তার সবই করেছেন কিং খান। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি তার। তবে আটক হওয়ার ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের।