বিনোদুনিয়া

বিভেদ ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

আগামী ১৫ জানুয়ারি দুবাইতে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসরে অংশ নিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণি।

‘রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’ পেজের এক ভিডিও বার্তায় পরীমণি বলেন, আসসালামু আলাইকুম, ‘আমি আপনাদের পরীমণি। স্বাগত সবাইকে। আমি আসছি রিয়েল হিরো সিজন টুয়ে। আগামী ১৫ জানুয়ারি উইনার স্পোর্টস ক্লাব, আজমাইনে। দেখা হচ্ছে তবে।’

অন্যদিকে শরিফুল রাজ বলেন, ‘হ্যালো, দিস ইজ রাজ। মি অ্যান্ড পরি, উই আর কামিং অ্যাট রিয়েল হিরো সিজন টু, উইনার স্পোর্টস ক্লাব।’

‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন।

জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ ও পরীমণি ছাড়াও অংশ নিচ্ছেন, ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, তমা মির্জা, নির্মাতা রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button