আন্তর্জাতিক

বিভিন্ন দেশে ঈদুল আজহা উদ্‌যাপন

এশিয়ার বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
সোমবার (১৭ জুন) বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে নামাজ আদায় করেছেন লাখ লাখ লাখ মুসল্লি।
এদিন স্থানীয় সময় সকাল ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা।
ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. শামীম হাসান।
একইদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদ্‌যাপিত হয় ঈদুল আজহা। রাজধানী সিউলসহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে করেন কুশলাদি বিনিময়।

Related Articles

Leave a Reply

Back to top button