জাতীয়

বিদ্যুৎ-গ্যাসের দাম সরাসরি বাড়ানো-কমানোর ক্ষমতা পেল সরকার

আলোচিত এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা পেল সরকার
রবিবার (২৯ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে তুললে কণ্ঠভোটে তা পাস হয়। একই সঙ্গে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এত দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করত। এখন দাম বাড়ানোর জন্য এই শুনানির দরকার হবে না। সরকার যখন প্রয়োজন মনে করবে দাম বাড়াতে পারবে। এই বিল পাসের ফলে জবাবদিহিতার দায়মুক্তি পেল সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button