রাজকূট

বিদ্যুতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে  মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, এরপরও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে  মিথ্যাচার করছে বিএনপি।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠের আয়োজনে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও দিতে পারেনি। এ ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে, যোগ করেন হানিফ।

হানিফ বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক। তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। একই মায়ের দুই সন্তান। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছে।

Related Articles

Leave a Reply

Back to top button