রাজনীতি

বিদেশে পাঠানো হয়েছে খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে তা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক।

শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরের দিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন।

ওই চিকিৎসক জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপত্র দিয়েছি। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে।  বিএনপি প্রধানের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানিয়েছেন  তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button