জাতীয়
বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।
সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত বিটিআরসি’র চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
গত বছরের ১ নভেম্বর বিটিআরসির ভাইস-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে।