জাতীয়

বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন জরুরী। তাই এসএসসি পরীক্ষা পর্যন্ত কোন ভাগ নয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন শিক্ষার সঠিক মান নিশ্চিত করতে পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭৩ সালে মাত্র ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চ শিক্ষার যাত্রা শুরু হলেও বর্তমানে দেশে ১৫০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। শিক্ষর্থীরা শিক্ষায় যেন অারও মনোনিবেশ করে ভালো ফলাফল ও জ্ঞান অর্জনে উৎসাহ দিতে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে অাসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তারই ধারাবাহিকতায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৭২ জন মেধাবী ও কৃতী শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রী স্বর্নপদক ২০১৮।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কৃতী শিক্ষার্থীকে এ পদক পড়িয়ে দেন শেখ হাসিনা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে পদক প্রাপ্ত দুইজন অনুভুতি প্রকাশ করেন। এ সম্মাননা দেশের প্রতি অবদান রাখতে আরো অনুপ্রাণিত করবে বলে জানান তারা।

নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যে কোন ভালো কিছু করতে প্রয়োজন দৃঢ় মোনবল ও অাত্মবিশ্বাস। শেখ হাসিনা বলেন, আজকের এসব তরুনকেই অাগামীতে দেশপ্রেম ও আত্মত্যাগের মাধ্যমে জাতিকে দিতে হবে সঠিক নেতৃত্ব।
শেখ হাসিনা বলেন, আগামীর শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর দিতে হবে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষায়। শিক্ষার প্রসারকে সারাদেশে ছড়িয়ে দিতে বিষয় ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা সেইসাথে শিক্ষার সঠিক মান নিশ্চিত করায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

আগামীতে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ পালনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button