ফিচারবিনোদুনিয়া

বিজ্ঞানের তথ্য উপাত্তে বিশ্বের সেরা সুন্দরী দীপিকা

প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সুন্দরীদের মধ্যে বেছে নেয়া হয় ৩ জন শ্রেষ্ঠ সুন্দরীকে। কিন্তু এবারে বিজ্ঞান নিয়ে  এলো একটি নতুন ঘোষণা।

বিজ্ঞানের তথ্য প্রমাণ অনুযায়ী বিশ্বের ১০ জন সুন্দরীর তালিকা করা হয়েছে। এর মধ্যে ঘোষণা পেয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম। বিজ্ঞান তাকে ঘোষণা করল পৃথিবীর সেরা দশ সুন্দরীর একজন হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিশ্বে সবচেয়ে নিখুঁত চেহারার ১০ নারী, এশিয়ার চমক দীপিকা

যদিও বিজ্ঞানে সৌন্দর্যের কোনো স্থান নেই। তথ্য উপাত্ত ছাড়া কথা বলেন না বিজ্ঞান সংশ্লিষ্টরা। আর সেই তথ্য উপাত্তের ভিত্তিতেই এমন ঘোষণা এসেছে।

কয়েকবছর আগে জুলিয়ান ডি সিলভা নামের এক চিকিৎসক একটি প্রোগ্রাম আবিষ্কার করেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল, নির্দিষ্ট মাপকাঠির নিরিখে সেরা সুন্দরী এবং সুদর্শন পুরুষ খুঁজে নেওয়া। সেই মাপকাঠির বিচারেই সারা পৃথিবী থেকে বেছে নেওয়া হয়েছে এ বছরের সেরা ১০ সুন্দরী। এই তালিকায় ১০ নাম্বার স্থানে আছেন দীপিকা।

বিশ্বে সবচেয়ে নিখুঁত চেহারার ১০ নারী, এশিয়ার চমক দীপিকা

সেন্টার ফর অ্যাডভান্সড ফেসিয়াল কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারির ডা. জুলিয়ান ডি সিলভা বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারা বের করতে ‘গ্রিক গোল্ডেন রেশিও নামক একটি ফেস-ম্যাপিং পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে সৌন্দর্য পরিমাপের অনুপাত করা হয়। কারো চোখ, নাক, ঠোঁট, থুতনিসহ মুখের সর্বোপরি কাঠামো ও বৈশিষ্ট্য বুঝতে এ পদ্ধতি ব্যবহার করা হয় এবং বৈজ্ঞানিক উপায়ে সবচেয়ে সুন্দর ব্যক্তি নির্ধারণ করা হয়।

সম্প্রতি লন্ডনভিত্তিক এই প্লাস্টিক সার্জারির ডা. জুলিয়ান ডি সিলভা বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারার ১০ নারীর নাম প্রকাশ করেছে। তার এই তালিকায় বিশ্বের সেরা নিখুঁত চেহারার অধিকারী নির্বাচিত নারী হয়েছেন হলিউড অভিনেত্রী জোডি কমার।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ডা. জুলিয়ান ডি সিলভা প্রাচীন ‘গ্রিক গোল্ডেন রেশিও’ পদ্ধতি ব্যবহার করে মানুষের চোখ, নাক, ঠোঁট, চিবুক, চেহারার আকৃতিসহ ১২টি কী পয়েন্ট বিশ্লেষণ করেন।

জুলিয়ান ডি সিলভা আরও জানিয়েছেন এই প্রোগ্রামটি নারী পুরুষের প্রকৃত সৌন্দর্য বিচার করতে সক্ষম। কোনোধরনের রূপসজ্জা বা কসমেটিক সার্জারি একজন মানুষকে কেমন দেখায়, অন্যদের চোখে তাকে কেমন লাগে— তাও বিচার করতে পারে।

দ্বিতীয় স্থানে রয়েছেন ‘ইউফোরিয়া’ তারকা জেনডায়া। তার চেহারা ৯৪.৩৭ শতাংশ নিখুঁত। তৃতীয় স্থানেই রয়েছেন খ্যাতনামা মডেল বেলা হাদিদ, যার চেহারা ৯৪.৩৬ শতাংশ নিখুঁত। ফেস ম্যাপিং এ ৯২.৪৪ শতাংশ নিখুঁত প্রমাণিত হয়েছে গায়িকা বিয়োন্সের। তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

বিশ্বে সবচেয়ে নিখুঁত চেহারার ১০ নারী, এশিয়ার চমক দীপিকা

আর এশিয়ার ভিতরে একমাত্র চমক দেখিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড এই অভিনেত্রী জায়গা করে নিয়েছেন সবচেয়ে নিখুঁত চেহারার অধিকারী ১০ নারীর মধ্যে। ফেস ম্যাপিং পদ্ধতি ও গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী  ৯১.২২ শতাংশ নিখুঁত চেহারা দীপিকা পাড়ুকোনের ।

Related Articles

Leave a Reply

Back to top button