জাতীয়

বিজেএমসি’র সমস্যা সমাধানে বস্ত্র ও পাট উপদেষ্টার আশ্বাস

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

আজ রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি।

বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসি’র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয় গৃহীত উদ্যোগ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার বিভিন্ন সমস্যা যেমন- মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিজেএমসি’র পরিচালক, উপদেষ্টা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২ শতাংশ উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Back to top button